ময়মনসিংহের গফরগাঁয়ে করোনা সংক্রমন এরাতে ওয়ান টাইম কাপ ব্যবহার করা ও কাচের গ্লাস পরিহার করতে সচেতনতা ক্যাম্পেইন করছে জাতীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়ক বাংলাদেশ’
শনিবার সন্ধায় উপজেলার পাগলা থানা এলাকার বিভিন্ন বাজার ও এলাকার চায়ের দোকানে দোকানে এই সচেতনতা ক্যাম্পেইন করেন ।
এ সময় লোক সমাগম এরিয়ে চলাসহ বিভিন্ন পরামর্শও দেন
এ সময় এই সচেতনতা ক্যাম্পেইন অংশ নেন ‘সহায়ক বাংলাদেশ’ প্রতিষ্ঠাতা সভাপতি লোৎফুর রহমান রান, সাধারন সম্পাদক কে.বি.এম জিলুর রহমান কামরুল (মাস্টার), যুগ্ন সাধারন সম্পাদক আশিক ই-মোস্তফা, আলামিন বেপারী প্রমূখ