সারা বিশ্বে যখন করোনা মহামারি আতঙ্গকে রয়েছে আমাদের বাংলাদেশ সরকারও টানা ১০দিন বাংলাদেশ লকডাউন ঘুষনা করেছে ,এসময় ময়মনসিংহের গফরগাঁয়ের পাগলা থানাদীন নিগুয়ারী ইউনিয়ানের ছোট ছোট বেশ কয়েকটি বাজারে আবাদে চলছে চাঁ-মজমা এতে করোনা জুঁকি রয়েছে ব্যাপক ভাবে । স্থানিয় আওয়ামী লীগসহ অন্নন্য রাজনৈতিক নেত্রীবৃন অপ্রাণ চেস্টার পরও এসব বাজারের চায়ের দোকান গুলো কেন বন্ধ করা যাচ্ছে না ।
বিশেষ করে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়ক বাংলাদেশ’ সমাজের একাদিক বার দোকানে দোকানে গিয়ে সচেতনতার বার্ত দিয়েও কোন ভাবেই চা-স্টল গুলো বন্ধ করছে না ।
নিগুয়ারী ইউনিয়ানের শেক বিটা বাজার,মহিশ পাতান বাজার ,বিশাট টেক বাজারে চলছে চা মজমা প্রশাসনের ট্রহল নাথাকায় নির্ভয়ে চায়ের দোকান গুলোতে জমে আছে চা-আড্ডা । এ ভাবে চলতে থাকলে করোনা জুঁকি বারবে বলে স্থানিয়রা জানান।
প্রশ্ন কেন তারা দেকান বন্ধ করছেনা ,
করোনা মহামারি যখন সারা বিশ্ব আতংকে এ সময় সাধারন চা-স্টল কেন খোলা ? ‘সহায়ক বাংলাদেশ’ প্রতিষ্ঠাতা সভাপতি লোৎফুর রহমান রানা এসটিভি২৪ কে জানান আমার সংগঠনের নেত্রীবৃন্ধ একাদিবার সচেতনতার বার্ত দিয়েছি ,তাদের মিনিমাম ১০দিন ঘরে থাকার অনুরোধ জানিয়েছি কিন্তু তারা কিছুতেই মানছে না । আমরা মনে করি বিষয়টি প্রশাসনের হস্তখেব জরুরী। প্রশাসন কেন নিরব?