অনলাইন ডেস্ক:
বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধুরীর উপর অতর্কিত হামলা করেছে একদল সন্ত্রাসী। জানা যায় সাগর চৌধুরী ভোলা বোরহানউদ্দিন তার নিজ বাড়ি অবস্থানকালে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামি লীগের সভাপতির ও বড় মানিকা ইউনিয়ানের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে নাবিল তার সন্ত্রাসী ও তার সাঙ্গুপাঙ্গু মিলে অতর্কিত হামলা করেন বড়দিন রাজমনি সিনেমা হলের সামনে তাকে মারধর করে।
ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধুরীর জানান ইউনিয়ানের জেলেদের ১মন করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি এবং চেয়ারম্যানকে কারণ জিজ্ঞাস করি এবং বিষয়টি আমি উপজেলা ইউএনও জানায় সেই ক্ষুবে আজ ডেকে নিয়ে আমাকে মারধর করে এবং মোবাইল ছিন্তায়কারীর অপবাদ দিতে থাকে। সে সময় নাবিল তার মোবাইলে ফেইসবুক লাইভ করে।
উক্ত হামলার ঘটনায় বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন। এবং হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।