1. editorstv24bd@gmail.com : editor : news editor
  2. newsstv24bd@gmail.com : Alamin :
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ন

ভালুকাসহ ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা জেলা প্রশাসক

মোঃ আল-আমিন
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ১৩৮ ১১৯বার পড়া হয়েছে

মো: আল-আমিন (ভালুকা ময়মনসিংহ)

ময়মনসিংহ জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক ময়মনসিংহ।

ময়মনসিংহের সকল উপজেলা একইরূপ লকডাউনে থাকবে আজ বিকাল ৫টা থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও করোনাভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি ময়মনসিংহ মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞোপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাণঘাতী করেনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) ঝুঁকি মোকাবেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ জেলা কমিটি ময়মনসিংহ সভার সিদ্ধান্ত ও সিভিল সার্জন ময়শনসিংহ এর সুপারিশে সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রমন রোগ (নিয়ন্ত্রন ও প্রতিরোধ নির্মূল ) আইন মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ জেলার সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে জনসাধারনের প্রবেশ ও পস্তান নিষিদ্ধ জেলার অভ্যান্তরে উপজেলায় একই আদেশ বলবৎ থাকবে। তবে জরুরী পরিসেবা চিকিৎসা ও খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি আওতা বহিরভূত থাকবে।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাসুদ কামাল মোবাইল ফোনে পতিবেদককে নিশ্চিত করেছে।

ভাল লাগলে এই পোস্টটি শেয়ার করুন

এই কেটাগরির আরো খবর
© All rights reserved 2020 Stv24bd
themesbazarstv24bd34