ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন করে দুই চিকিৎসকসহ আরও ১৭ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ শেরপুর জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৫ জন, ও নেত্রকোনা জেলায় ৫ জন এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলার করোনা আক্রান্ত ৭৭ জনের মধ্যে নেত্রকোনা জেলায় ২৩ জন, জামালপুর জেলায় ২০ জন, ময়মনসিংহ জেলায়-১৯ এবং শেরপুর জেলায় ১৫ জন।
আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসক ও ৮জন স্বাস্থ্য সহকারী ও নার্স রয়েছে। যারা চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, করোনা পরীক্ষার কীটসহ সকল প্রকার সামগ্রীর বর্তমানে কোন সংকট নেই।