মোঃ আল-আমিন
কভিড-১৯ করেনা ভাইরাস সময়ের উপযোগী সাহসী দুই যুদ্ধা ভালুকা উপজেলার ইউএনও এবং এসি ল্যান্ড, যারা নিজেকে বা নিজের পরিবার চেয়ে দেশকে তথা দেশের মানুষকে ভালোবাসে তারাই প্রকৃত দেশ প্রেমিক তারাই প্রকৃত যুদ্ধা তাদের দুইজন ময়মনসিংহের ভালুকায়। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল এবং ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড রোমেন শর্মা।
কভিড-১৯ করেনা ভাইরাসে সারা বিশ্ব যখন লকডাউন আমাদের বাংলাদেশও রয়েছে করোনা আতঙ্গকে লকডাউনে দেশের সকল মানুষ ঘরে নিরাপদে আছে। কিন্তু থেমে নেই দেশ প্রেমিক যুদ্ধারা দেশকে দেশের মানুষকে বাঁচাতে কভিড-১৯ করেনা ভাইরাস সংক্রমণ রোধে রয়েছে অবিরাম যুদ্ধে।
করেনা ভাইরাস সংক্রমণ রোধে নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ইউএনও এসি ল্যান্ড ভালুকা উপজেলা। দিন আর রাত বিরামহীন যুদ্ধে ভালুকা উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তের মানুষকে ভালো রাখা তথা ভালুকা উপজেলা বাসিকে ভাল রাখা একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভালুকা উপজেলার দক্ষ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল নেতৃত্বে ভালুকা উপজেলার বাসিকে নিরাপদে রাখতে কখনো ছুটছেন বিদেশ ফেরত প্রবাসিদের খোজে হোম কোয়ারেন্টাইনে কখোনো জনগনকে সচেতন করতে ছুটে যাচ্ছে হাট বাজার পাড়া মহল¬ায়, সরকারি বিদি নিষেধ মেনে চলার আহবান জানাচ্ছে ভালুকা বাসিকে। আবার ভালুকাব্যাপী নিয়মিত করছেন বাজার মনিটরিং কোথাও অনিয়মের খবর পেলে ভ্রম্যমাণ আদলত বসিয়ে আদয় করছেন জেল-জরিমানা।
অন্যদিকে সরকারি বিদি নিষেধ মেনে চলা গৃহ বন্দি, অসহায়, দুস্থ, দিনমজুর ও লোক লজ্জা ভয়ে দুকে মরা গরিবের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এই যুদ্ধারা নিজেরা ভালো না থেকে ভালো রাখছে দেশের সকল মানুষকে ভাল রাখছে ভালুকা বাসিকে ভালো রাখছে আপনাকে আমাকে, এমন যুদ্ধাদের পেয়ে বাংলাদেশের ক্রান্তিকালে আমরা ভালুকা বাসি হিসেবে সত্যিই গর্বিত ।
এই অবিরাম যুদ্ধে জয়ী হোক ভালুকা বাসির এই কামনা ।