ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী নগর পাড়া যুব সেবা সংঘ শুক্র বার আসহায় ২০০ পরিবার কে ত্রান বিতরণ করেন। ত্রানের পেকেটে ছিল মুুুড়ি,ছোল, ডাল, চিনি, আতব চাউল,সাবান, সেমাইও লুঙ্গি। এ সময় উউপস্থিত ছিলেন সংঠনের সভাপতি আফতাব উদ্দি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ, সাংঠনিক সম্পাদক স্বপন, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আলামিন বেপার, আর্থ সম্পাদক মোক্তার হোসেন সোহেল,ক্রিয়া সম্পাদক আরিফুল ইসলাম, সহঃ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জসিম, স্মকৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম রিপন সহ আরও অনেকই। এ সময় তারা এস টিভি কে জানায়, মাননীয় সসংসদ জনাব ফাহমি গোলন্দাজ (বাবেল)সাহেবের দিক নির্দেশনায় ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন ভবিষ্যতে ও এ কার্যক্রম অব্যাহত থাকবে তারা প্রধানমন্ত্রীও এমপি মহোদয়ের পাশে আছেন।