1. editorstv24bd@gmail.com : editor : news editor
  2. newsstv24bd@gmail.com : Alamin :
শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:০৩ অপরাহ্ন

মাওলানা মোস্তাফা কামালের এক গুচ্ছ কবিতা

মোঃ আল-আমিন
  • আপডেট টাইমঃ সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৭৭ ১১৯বার পড়া হয়েছে

প্রতিফল→

মাওলানা মোস্তাফা কামাল,সিনিয়র শিক্ষক
জামিরিদিয়া আইনুল উলুম দাঃ মাদরাসা।


ছড়িল বিশ্ব জুড়ে,দেশ হতে দেশান্তরে
লাখে লাখে মরিলো মানুষ,নিশী দিন ঘরে ঘরে।

কাঁপিল বিশ্ব হয়ে নিঃস্ব,করোনার ভয়ে
বাঁচাবার আশে কত গবেষক,বসিলো গবেষনা লয়ে।
গবেষনার ফল গেলো রশাতল,পেলনা কিছু
আলো ভেবে মোরা ছুটছি আজো,আলেয়ার পিছু।

স্রষ্টারে ভুলে বন্দেগী ফেলে করেছি সয়তানের পুজা
আজি মাথায় মোদের,উহুদ সম পাপের বোঝা।
পাপের তাপে আরশ কাঁপে পৃথিবী হলো অচল
আজাব-গজব,বালা-মছিবত মোদের কৃত কর্মের প্রতিফল।

এসো হে মানব,কুপথ ছেড়ে সুপথে চলি
যত-পাপ,অন্যায়-অবিচার দিয়ে জলাঞ্জলি।

।। এমন এক অরণ্যে ।।
মোঃ মোস্তাফা কামাল,সিনিয়র শিক্ষক
জামিরিদিয়া আইনুল উলুম দাঃ মাদরাসা।

ইচ্ছে করে হারিয়ে যাই সুদূর দিগন্তে ,
যেখানে নেই লোকালয়, পাখির গান কোন বসন্তে ।
যেখানে নেই সূর্যের আলো , রাতে চাঁদের জোছনা ,
যেখানে রোদ-বৃষ্টি-মেঘ লুকোচুরি খেলে না।
যেখানে নেই নদীর জোয়ার , পানসী ভাসেনা জলে,
যেখানে ষোড়শী পল­ীবালা চলেনা হেলে দুলে।
যেখানে নেই ভ্রমর , ফুটেনা ফুল গুল বাগে।
যেখানে নেই কোন তৃষ্ণা , ডাকেনা কেউ অনুরাগে।
যেখানে নেই মান-অভিমান , প্রেম-প্রিতী চাওয়া পাওয়ার ,
যেখানে নেই কোন মোহ-মায়া, অনন্ত লোভ, লালসার।
যেখানে নেই হাঁসি-কান্না,ঘাত-প্রতিঘাত অফুরান,
যেখানে কেউ অব্যক্ত বেদনায় কাঁদেনা কারো প্রাণ।
যেখানে নেই কারো গৃহের মতো নরকের জীবন্ত জ্বালা।
যেখানে কেউ প্রভুবীনে, ভব প্রেমে হয়নি কভূ আত্নভোলা।
হিংসা-বিদ্বেষ,খুনা-খুনি,কাটাকাটি,লোভ নেই যেখানে।
ইচ্ছে করে হারিয়ে যাই এমন এক নির্জন গহিন অরণ্যে।

ভাল লাগলে এই পোস্টটি শেয়ার করুন

এই কেটাগরির আরো খবর
© All rights reserved 2020 Stv24bd
themesbazarstv24bd34