আমার এই গানটি দেশে কর্মরত সকল ডাক্তার এবং বাংলাদেশ
পুলিশ বাহিনীর জন্য উৎসর্গ করলাম।
কবি সাইফুলের→
নিদানের এই দেশের ক্ষনে,
দেশের মানুষ রাখিবে মনে,
জয় করো আজ মহামারী,
মুখ করোনা কালা, ভাই গো মুখ করোনা কালা।
তোমার মাথায় দেব সোনার মুকুট
গলায় পুস্প মালা।——-ঐ
তোমরা ডাক্তার বালাই নাশী
পুড়িয়ে দাও সব পঁচাবাসি,
ভয় করোনা ভাই ভয় পেয়োনা
মানুষ মুখে ফোঁটাও হাসি।
তুমি হাল ধরোগো শক্ত হাতে,
জয় করগো এইনা বালা,
তোমরা ব্যাধির ঘরে শিকল পরাও,
লাগাই দাওগো লোহার তালা,,
তোমার মাথায় দেব সোনার মুকুট
গলায় পুস্প মালা।———ঐ
তোমরা পুলিশ মাটির ছেলে
অভয় বানীর মন্ত্র বলে,
দূর্দিনে আজ পথ দেখালে
অসহায়ে ত্রান,
তোমরা বানের বিষে প্রান দিয়াছো,
চাওনি প্রতিদান গো
চাওনি প্রতিদান।
ভয় পেয়োনা, বিজয় সেনা
এবার বিজয় নিশান উরায় দেনা!
শুধু সালাম জানায় মিটবে নাগো
হৃদয়ের সব ক্ষত জালা,
গান গাহিবে সেলুট জানায়, কত
মানিক চান্দু কালা।
তোমার মাথায় দেব সোনার মুকুট
গলায় পুস্প মালা।————ঐ