আজ ভালুকা উপজেলায় শারমীন গ্রুপ ফ্যাক্টরির শ্রমিকসহ নতুন করে ৩জনের শরিরে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তারা হলেন- হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া বাদশা ২ নং গেইট এলাকার ব্যবসায়ী ইমরান হোসেন (৩৩), জামিরদিয়া এলাকার সাদ সান (শারমীন গ্রুপ) ফ্যাক্টরির ফিনিশিং সেকশনের শ্রমিক ফারুক (২৪) এবং ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর রুহুল আমিন (৪৭)।
এনিয়ে ভালুকায় মোট ১১জনের করোনা শনাক্ত হলো। এর আগে আবু হানিফ নামে একজন করোনা রোগী মারা গেছে।