টেকার গানঃ–ছাইফুল ইসলাম
বাপ জান শোন গো তুমারে জানাই,
ঈদের বাজারের কোন টাকা নাই,
বউ পোলা লইয়া আছি ঝামেলায়,
বাবা, দেওনা টাকা কটা ঈদটা চালাই।
শোন বাবা কই তুমারে,
কেন আইছো গো আমার ধারে,
টেকা কি গাছের পাতা চাইলেই পাওয়া যায়।
সংসার চালানি, লাগে কত জালানি
তলানি ফাটিয়া বাবা আমি নিরুপায়
পকেট ফাঁকা বাবা কোন টাকা নাই।
বাবা, দেওনা টাকা কটা ঈদটা চালাই।—ঐ
বাবা কেন করো আকুবাকু,
বুকে আমার ধুকুবুকু,
টেকার চিন্তা করি চোখে ঘুম নাই।
বউ ডাকে বেবলা, ক্ষনে ডাকে হেবলা
এই বাবলা কাঠের দেখি কোন দাম নাই
বাবা,কোথায় যাইবে তুমার চন্ডি কানাই,
বাবা দেওনা টাকা কটা ঈদটা চালাই।—ঐ