সহায়ক বাংলাদেশ’র সম্মানিত উপদেষ্টা ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শ্যামগঞ্জ খাদ্য খাদ্যগুদাম ইসরাত আহমেদ পাপেল সাহেবের রোগ মুক্তি’র জন্য বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিগত কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট গলা ব্যাথা করোনার মত কিছু উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়, তাই স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ক বাংলাদেশ তাঁর আশু রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।
সহায়ক বাংলাদেশ’র সম্মানিত উপদেষ্টা ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শ্যামগঞ্জ খাদ্য খাদ্যগুদাম ইসরাত আহমেদ পাপেল একজন ন্যায় নিতিবান সরকারি কর্মকর্তা যিনি অতান্ত সত্ব যার নেই কোন লোভ, নেই কোন অহংকার নেই কোন গৌরভ সদা সর্বদা মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন সকাল থেকে সন্ধা অতান্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে।
সহায়ক বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুর রহমান রানা প্রতিবেদককে জানান যাকে পাশে পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ক বাংলাদেশ’র প্রত্যেকটি নেতা কর্মী অতি অনুপ্রানিত হয়েছে তাঁর প্রচন্ড জ্বর ও করোনার মত কিছু উপসগ থাকায় সংগঠন সহায়ক বাংলাদেশ অতি-চিন্তত হয়েছি এবং ঘাবরে গিয়েছি তাই তাঁর আশু রোগ মক্তির জন্য আমাদের এই দোয়া মাহফিল ।