নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদসদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।এছাড়াও বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি মজিবুর রহমান স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,মশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মণি,পাইথল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, এডভোকেট নুরুজ্জামান খোকন,উত্তম চক্রবর্তী রকেটসহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নের বিবরণ তুলে ধরেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার জন্য আওয়ামীলীগের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল গফরগাঁও পৌরসভাকে আধুনিক মানে উন্নীত করার লক্ষ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ইকবাল হোসেন সুমনকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।