সহায়ক উপদেষ্টা পাপেল এর জন্মদিন উপলক্ষে সেচ্ছাসেবীদে শ্তভেচ্ছা। সেচ্ছাসেবী সংগঠন, সংগঠন সহায়ক বাংলাদেশ এর উপদেষ্টা ইসরাত আহমেদ পাপেলের জন্মদিনে উপলক্ষে সহায়ক বাংলাদেশের জেলা উপজেলা ইউনিয়ন কমিটির সকাল সেচ্ছাসেবীদে পক্ষথেকে শ্তভেচ্ছা অভিনন্দন জানান ও উনার সু-স্হস্থ কামনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। উনার জন্ম গফরগাঁও। তিনি গফরগাঁও উপজেলার আমরা মুক্তিযুদ্ধার সন্তান সংগঠনে সভাপতি।