লুৎফর রহমান রানা শ্তভ জন্মদিন সেচ্ছাসেবী সংগঠন সহায়ক বাংলাদেশ, গফরগাঁও শাখার সভাপতি, সাংবাদিক তানিয়া আক্তারের জন্ম দিনের শ্তভেচ্ছা বিনিময়। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর মেয়র জনাব ইকবাল হোসেন সুমন,বিশিষ্ট শিল্পপতি জনাব ইব্রাহিম খান,সহায়ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনাব লুৎফর রহমান রানা, কামরুল মাষ্টার, আশিকুর রহমান ও আরো অনেকে।