২০২১ সালের “টঙ্গী বিশ্ব ইজতেমা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ম পর্ব আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি রোজ শুক্র, শনি ও রবিবার । 2য় পর্ব আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি রোজ শুক্র, শনি ও রবিবার । উক্ত বিশ্ব ইজতেমায় স্বাস্থ্যবিধি মেনে আপনাদের সকলকে উপস্থিত থেকে ওয়াজ শ্রবন (শোনার) জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা আল্লাহ তা-আলা কবুল করুন।