বঙ্গবন্ধু মিনি ক্রিকেট ফাইনাল টূর্ণামেন্ট ২০২১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১২ নং পাইথল ইউনিয়নের বঙ্গবন্ধু মিনি ক্রিকেট ফাইনাল টূর্ণামেন্ট ২০২১ খেলাটি আজ বেলা ৩ টায় এস টিভি ২৪ এ সরাসরি সম্প্রচার করা হবে। খেলাটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মোঃ তানভীর আহম্মেদ (আয়কর আইনজীবী, ঢাকা) সভাপতি ঃ আজহার আহমেদ(সভাপতি, পাইথল ইউনিয়ন ছাত্রলীগ) শুভ উদ্বোধকঃ মো মাজহারুল ইসলাম রিপন (সাধারন সম্পাদক, পাইথল ইউনিয়ন ছাত্রলীগ) বিশেষ অতিথি ঃমো জসিম মন্ডল, ( বিশিষ্ট ব্যবসায়ী গয়েশপুর বাজার) মোঃ রমজান আলী( বিশিষ্ট ব্যবসায়ী গয়েশপুর বাজার)
শুভেচ্ছান্তে ঃ সুমিত সরকার,রামিম আহমেদ,অপূর্ব সরকার।